ইনিংস হার এড়াতে বাংলার ভরসা অধিনায়কের ব্যাট

হার সম্মানজনক করার লড়াই এখন মনোজ তিওয়ারিদের। আর সেই লড়াই-এর পতাকা হাতে ব্যাট করছেন অধিনায়ক। দিনের শেষে তিনি অপরাজিত ৫৭। আর বাংলা পিছিয়ে আছে এখনও, ৬১ রানে।

লাঞ্চে ৭৮-৬, রনজি ফাইনালে শুরুতেই ব্যাটিং বিপর্যয় বাংলার

সৌ্রাষ্ট্রের ব্যাটারদের চাপে ফেলতে সবুজ উইকেট রাখা হয়েছিল। টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে ডেকে সেই সবুজ উইকেটে আগুন ঝরালেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট এবং চেতন শাকারিয়া।