কাশীনাথ ভট্টাচার্য / সপ্তম ম্যাচে প্রথম পয়েন্ট ইস্টবেঙ্গলের, ন’জনে!

ইস্টবেঙ্গল – ০ মহমেডান – ০ খেলার শুরুতে ছিল ১৩ বনাম ১২। আধঘণ্টার মধ্যে ৯ বনাম ১১! শুরুতে আইএসএল-এ দুই দলের অবস্থান, ‘হোম ম্যাচ’ হওয়ায় ইস্টবেঙ্গলের ত্রয়োদশ স্থান শুরুতে। ২৯ মিনিটে নাওরেম মহেশ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে, একেবারেই অযৌক্তিক কারণে। নন্দকুমার শেখরকে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল ২৮ মিনিটে, নিজেদের ডিফেন্সিভ থার্ডে পায়ে […]