ব্যারেটো-ডগলাসের উপস্থিতিতে অ্যাকাডেমির উদ্বোধন

প্রেস রিলিজ

কলকাতা – বৃহস্পতিবার খিদিরপুরের সেন্ট টমাস স্কুলে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হল বিশপ ক্যানিং- আর্টেজ স্পোর্টস আ্যকাডেমির। এই অনুষ্ঠানে বিশপ ক্যানিং ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিশিষ্ট ফুটবলার হোসে র‍্যামিরেজ ব্যারেটো, কলকাতা পুরসভার মেয়র পরিষদ (ক্রীড়া) দেবাশিস কুমার, বিশিষ্ট শিল্পপতি সুরেশ শেঠিয়া, ইস্টার্ন রেলের মুখ্য জনসংযোগ অফিসার কৌশিক মিত্র, খিদিরপুর সেন্ট টমাস স্কুলের প্রিন্সিপাল সুমন বিশ্বাস প্রমুখ। আর্টেজ স্পোর্টসের তরফ থেকে মঞ্চে ছিলেন জয়দীপ মুখার্জি। এই আ্যকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর হলেন ডগলাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যারেটো বলেন, ‘কলকাতায় এলে আমি নস্টালজিক হয়ে পড়ি। বৃহস্পতিবার শিক্ষক দিবস। ডগলাস কিন্তু খুব ভালো শিক্ষক। খেলোয়াড়ি জীবনে দেখেছি জুনিয়রদের দারুণ ভাবে গাইড করত। ওঁর তত্ত্বাবধানে নিশ্চয়ই নবীন প্রতিভা উঠে আসবে।’ ডগলাস বলেছেন, ‘ফুটবলের জন্য কাজ করার এটাই বোধহয় সেরা সুযোগ। এর আগে আমি মোহনবাগানের দুর্গাপুর আ্যকাডেমিতে কোচ হিসেবে কাজ করেছি। দীপক টাংরি তখন মোহনবাগানের আ্যকাডেমিতে ছিল। ঈশ্বর চেয়েছেন বলেই আবার কলকাতায় ফিরতে পারলাম।’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়দীপ বলেন, ‘৩-৪ মাস অপেক্ষা করুন। এই আ্যকাডেমির সুফল বাংলার ফুটবল পাবেই।’ বিশপ ক্যানিং জানিয়েছেন, ‘এই আ্যকাডেমি অদূর ভবিষ্যতে শুধু স্কুলের ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা তরুণ প্রতিভাদের গ্রাম-গঞ্জ থেকে চয়ন করে আমরা এই আ্যকাডেমিতে নিয়ে আসব।’ উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হন ব্যারেটো সহ উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *