বিবেকানন্দ পার্কে পেশাদারদের ক্রিকেট

রাইট স্পোর্টস ওয়েব ডেস্ক

কলকাতায় শীত যাই-যাই মরসুমে নতুন অতিথি প্রফেশনাল ক্রিকেট লিগ। ‘প্রফেনাল’, কারণ, বিভিন্ন পেশার মানুষ খেলছেন এই প্রতিযোগিতায়। ডাক্তার, উকিল, শিক্ষক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আর্কিটেক্ট, অভিনেতা, ম্যানেজমেন্ট এবং সাংবাদিকদের আটটি দল অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। দুটি গ্রুপে ভাগ করে লিগ পদ্ধতিতে খেলা হয়েছিল গত ১১ এবং ১২ ফেব্রুয়ারি। দুটি গ্রুপের শীর্ষে আছে জার্নালিস্টস এবং এডুকেশন ইলেভেন। এই দুই দল খেলবে ডায়মন্ড কাপের ফাইনালে আগামী ১৯ ফেব্রুয়ারি।

পিসিএল-এ সাংবাদিকদের দল

মোট চারটি ফাইনাল হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলই খেলবে কোনও না কোনও কাপের জন্য। দুটি গ্রুপে চতুর্থ স্থান পাওয়া দলের জন্য ব্রোঞ্জ কাপ, খেলা ম্যানেজমেন্টের বিরুদ্ধে ডাক্তারদের। সিলভার কাপের খেলায় পরস্পরের মুখোমুখি আর্কিটেক্ট এবং অভিনেতারা। গোল্ড কাপের ফাইনাল উকিলদের বিরুদ্ধে সিএ-দের। আর সর্বোচ্চ প্ল্যাটিনাম কাপে এডুকেশন ইলেভেনের বিরুদ্ধে সাংবাদিকরা। রবিবার সকাল সাড়ে ন’টা থেকে পরপর চারটি ফাইনাল হবে বিবেকানন্দ পার্কে।

প্রতিযোগিতার লিগ পর্যায়ে ব্যাট ও বলে এখন শীর্ষে সাংবাদিকদের দলের রাতুল গাঙ্গুলি। তিনটি ম্যাচে যাঁর সংগ্রহে ১৮৫ রান এবং চার উইকেট। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে যিনি সবার আগে। তিনটির মধ্যে দুটি খেলায় ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন।

১১ ফেব্রুয়ারি প্রতিযোগিতার উদ্বোধনে হাজির ছিলেন বাংলার রনজিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মন্ত্রী দেবাশিস কুমার, কাউন্সিলর অসীম বসু, কার্তিক বন্দ্যোপাধ্যায় এবং অঞ্জন উকিল। দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্ক এখন চার-ফাইনালের প্রহর গুনছে!

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *